প্রকাশিত: Tue, Jan 30, 2024 9:44 PM
আপডেট: Sat, Dec 6, 2025 9:13 PM

[১]মস্তিষ্কে প্রথম তারহীন চিপ স্থাপন করল ইলন মাস্কের নিউরালিংক

ববি বিশ^াস: [২] ইলন মাস্কের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, মঙ্গলবার নিউরালিংক স্টার্টআপ প্রথমবারের মতো কোনও মানব রোগীর মস্তিষ্কে এমন একটি চিপ ইমপ্লান্ট স্থাপন করেছে এবং এর প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক।

[৩] এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত মাস্কের নিউরালিংক নামের কোম্পানিটির লক্ষ্য ছিল মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা। তাছাড়া মানুষের ক্ষমতাকে সুপারচার্জ করা, এএলএস বা পারকিনসন্সের মতো স্নায়ুবিক রোগের চিকিৎসা করার জন্য প্রযুক্তি নির্মাণের উচ্চাকাক্সক্ষা থেকেই এই কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল।

[৪] মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ ইলন মাস্ক লিখেন, ‘গতকাল সোমবার) প্রথম কোনও মানুষের শরীরে নিউরালিংক ইমপ্ল্যান্ট স্থাপন করেছে এবং এখন সে ভাল হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘ প্রাথমিক ফলাফলে অসাধারণ নিউরন প্রতিক্রিয়া সনাক্ত হয়েছে।’

[৫] গত বছর কোম্পানিটি জানিয়েছিলো এটি মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন পরীক্ষা করার জন্য মার্কিন নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পেয়েছে। 

[৬] নিউরালিংকের প্রযুক্তিটি প্রধানত ‘লিঙ্ক’ নামক একটি ইমপ্লান্টের মাধ্যমে কাজ করবে। একটি অস্ত্রোপচারের মাধ্যমে মুদ্রার মতো দেখতে এই ডিভাইসটি স্থাপন করা হয়ে থাকে।

[৭] তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিনক্রোন’ এমনি একটি নিউরো চিপ তৈরি করেছিল যা মানব মস্তিষ্কে স্থাপন করতে মাথার খুলি কেটে অস্ত্রোপচার করতে হয়নি। সম্পাদনা: ইকবাল খান